আমার একটা পাখি ছিল
নাম ছিল তার সুখ পাখি
ভোর বেলা সে উঠতো জেগে
সবুজ পাতায় মুখ ঢাকি।
বলতো কথা আমার সাথে
হাসতো সুখে মন খোলে
বৈশাখী ঝড় আসবে দেখে
ভয় পেয়ে সে ক্ষণ ভুলে।
প্রাকৃতিক ঝড় কোভিড় মিলে
সুখ পাখিটার সুখগুলো
সব করেছে এলোমেলো
সামনে এসে দুখগুলো।