মানিক দত্ত:সত্যবয়ান ডটকম অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর আর্থিক অনুদান পেলো শেরপুর শহরের ৯নং ওয়ার্ড দিগারপাড় মহল্লার দরিদ্র আলতাব হোসেন এর সন্তান মো: আকিজ মিয়া।
সম্প্রতি সত্যবয়ান ডটকম অনলাইন ভার্সনে ক্রেতাদের মুরগী কেঁটে আয়ে’র অংশে চলে কিশোর আকিজে’র পড়াশোনা শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের নজরে আসলে বৃহস্পতিবার (২২এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় কিশোর আকিজের হাতে পড়াশোনা চালানোর জন্য অনুদানের নগদ ৩হাজার টাকা ও খাবার তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এছাড়াও পড়াশোনা করা বাবদ সকল সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে সর্ণা নামে এক আমেরিকা প্রবাসী দানবীর আকিজের পড়াশোনার কাজে ১০ হাজার টাকা অনুদান পাঠান। এমন সংবাদটি দেখে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনে’র পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শিহাব আহমেদ কিবরিয়া শ্রাবন কিশোর আকিজ এর ক্লাস ৭থেকে এইস এস সি পর্যন্ত পড়াশোনা বাবদ সকল খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন ।
এদিকে, আর্থিক সহযোগিতা পাওয়ায় শেরপুর শহরের ৯নং ওয়ার্ড দিগারপাড় মহল্লার দরিদ্র আলতাব হোসেনে’র ঘরে আনন্দের বন্যা বইছে। আকিজ ও তার পরিবার স্বপ্ন দেখছে লেখাপড়া শিখে ইন্জিনিয়ার হওয়ার।
এসময় নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মো: মিজানুর রহমান, সত্যবয়ান ডটকমে’র প্রকাশক সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবে’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক কাজী মাসুম, সত্যবয়ান ডটকমে’র স্টাফ রিপোর্টার বুলবুল আহম্মেদ, তপু সরকার হারুনসহ আকিজে’র পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।