বুলবুল আহম্মেদ শেরপুর:শেরপুর জেলার অন্তর্গত শ্রীবর্দী পৌরসভার ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র আব্দুল হাকিম সুষ্ঠ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।
১১ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার দুপুরে শ্রীবর্দী শহরের ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল হাকিম তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। এসময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আব্দুল হাকিম তার লিখিত বক্তবে জানায়, গত ৩ ফেব্রুয়ারী নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়ার কর্মী-সমর্থকরা নিজেদের নৌকা পুড়িয়ে নিজেরাই নিজেদের শরীর কেটে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যে মামলা দায়ের করে ধানের শীষের কর্মী-সমর্থকদের হয়রানী করছেন। সেইসাথে স্থানীয় পুলিশ প্রশাসন অতি উৎসাহী হয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানী করে নির্বাচনের আগেই বিএনপি নেতা-কর্মীকে মাঠ ছাড়া করার পায়েতারা করছে। তাই আগামী ১৪ ফেব্রুয়ারীর নির্বাচন সুষ্ঠ হবে কী না তা নিয়ে সংশয় প্রকাশ হচ্ছে বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবাধ ও সুষ্ঠ করতে এবং রিটার্নিং অফিসারের কাছে লিখিত দাবী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।