স্টাফ রিপোর্টার:শেরপুরের শ্রীবরদী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। বুধবার (১৯ মে) বিকালে বিপ্লব কুমার বিশ্বাস শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন। এর আগে তিনি শেরপুরের ঝিনাইগাতী থানা, ময়মনসিংহের হালুয়াঘাট থানা ও মুক্তাগাছা থানায় অফিসার ইনচার্জ হিসাবে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালণ করেছেন।
তিনি জানান, কোভিট-১৯ করোনাভাইরাস মোকাবেলায় জনগণের পাশে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উৎসাহিত করা হবে। এছাড়া, আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে সর্বদাই তীক্ষè দৃষ্টি দেওয়া হবে।
মদ, জুয়া, চুরি, ছিনতাই ও সীমান্তে চোরাকারবারিরা যাতে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হবে।