শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম সোম্বেশরীতে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যা এডিএম শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, নব নির্বাচিত পৌর মেয়র মোহম্মদ আলী লাল মিয়া, নব্য যোগদানকৃত ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃীবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।