স্টাফ রিপোর্টার:রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার রক্তসৈনিক শ্রীবরদী পরিবারের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১৭ ফেব্রুয়ারি এ.আর.কে আইডিয়ার স্কুলে রক্তসৈনিক শ্রীবরদীর কোষাধ্যক্ষ মোঃ ইমরান হোসেনথর সঞ্চালনায় রক্তসৈনিক শ্রীবরদরথর সভাপতি মোঃ সাজিদ হাসান শান্তথর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান শামীম রক্তসৈনিক শেরপুর জেলার সভাপতি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডানা উপদেষ্টা মন্ডলী সদস্য রক্তসৈনিক শ্রীবরদী, মোঃ আব্দুল রাজ্জাক খোকন উপদেষ্টা মন্ডলী সদস্য রক্তসৈনিক শ্রীবরদী, মোঃ জুয়েল রানা রক্তসৈনিক শেরপুর।

এছাড়াও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রক্তসৈনিক শ্রীবরদীথর সহ-সভাপতি মোঃ আবু নাঈম ও রাকিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম আকাশ,মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মোঃ মুকরামিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহিন মিয়া,ধর্ম বিষয়ক উপসম্পাদক মোঃ জাকির তালুকদার,

সম্মানিত সদস্য বৈশাখী আক্তার, উষা আক্তার, তন্ময়,সাখাওয়াত হোসেন, মিজান,তুষার, বুলবুল,বেলায়েত প্রমুখ।
