শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন (জাইকা) প্রকল্পের আওতাধীন শ্রীবরদী উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা ব্যায়ে ১৪৪ জোড়া উচু-নিচু বেঞ্চ বিতরন করা হয়েছে। ১ লা জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর শাহিনা আক্তার, উপজেলা পরিষদের সিএ কামারুজ্জামান আবু সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
