শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদীতে পুলিশি অভিযানে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১২ জুন রাতে পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরীর নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে এস. আই তাহেরুল ইসলাম, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খোশালপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো খোশালপুর এলাকার আবু সাঈদ (৩৫), কোরবান (২৮), শাহীন (৩৫), মুছা আলী (৪২), মিস্টার আলী (৪৫), আজম আলী (৪৫), হাবিবুর রহমান(৪৮), আরাফাত (৩৮), নুর মোহাম্মদ (৫৮)।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ সামাজিক ব্যাধি দুর করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলকে সামাজিক ব্যাধি দুর করতে এগিয়ে আসতে হবে।