শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদীতে ডুবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ০৮ মার্চ সোমবার সকালে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আ: রহমান (২) মাটিয়াকুড়া গ্রামের মো: রবিজল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির আ্ঙ্গীনায় আ: রহমান খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনের অগোচরে শিশু আ: রহমান রবিজলের বাড়ির পূর্ব পাশের্ব ডুবার পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন আ: রহমানকে দেখতে না পেয়ে খুজাখুজি করিতে থাকে। এক পর্যায়ের আ: রহমানের স্ত্রী মোছা: রত্মা বেগম শিশুটিকে ডুবার পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে বাড়ির লোকজন শিশুটি উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহর বাবা শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের করেছে।