শ্রীবরদীতে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শ্রীবরদীতে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

শ্রীবরদী প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে হালিমা আহ্সান টেকনিক্যাল (বিএম) ইন্সটিটিউটের দরিদ্র ও অসহায় ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের উদ্যোগে ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপের অর্থায়নে ওই ইন্সটিটিউট মাঠে একশত ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ-মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বাল্যবিবাহ নিরোধ, দেশের অগ্রগতিতে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এম.এ.ইউ) রিয়ার অ্যাডমিলার (অব:) মো. খুরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বেগম লায়লা জেসমিন, ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাজুল ইসলাম, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় আমন্ত্রিত অতিথিদের হাতে উপহার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এম.এ.ইউ) রিয়ার অ্যাডমিলার (অব:) মো. খুরশেদ আলমের সহ-ধর্মীনি খোরশেদ আলম ট্রাস্টের প্রধান হালিমা আহ্সান টেকনিক্যাল (বিএম) ইন্সটিটিউটের পরিচালনা কমিটির সদস্য জেবীন আলম।

হালিমা আহ্সান টেকনিক্যাল (বিএম) ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা। এসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মনিরুল আলম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *