শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা মাধ্যামিক অফিসার রুহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।