শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

শ্রীবরদী প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও শ্রীবরদী থানা। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থদের নিয়ে বঙ্গবন্ধু’র ৭ মার্চ ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, পৌর মেয়র আবু সাঈদ, নব নির্বাচিত মেয়র
মোহাম্মদ আলী লাল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এমএ মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু’র ৭ মার্চ ভাষণের প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হাসান (১ম), গবরীকুড়া কে উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২য়), টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিনজিদ জামান (৩য়) ও প্রাথমিক পর্যায়ে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইমা ওবায়েদ রাউফি (১ম), নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহনুর মাহজাবিন অর্থী (২য়), তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থী ইসান রাদীত (৩য়) স্থান পেয়ে পুরস্কার গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *