শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৫ মে মঙ্গলবার শ্রীবরদী সরকারি কলেজ মাঠে উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের খেলোয়াড়দের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ২৬ মে বুধবার সকাল ১১ টায় শ্রীবরদী পৌরসভা বনাম কাকিলাকুড়া মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২ টায় গড়জরিপা বনাম খড়িয়া কাজির চর, বিকাল ৪ টায় ভেলুয়া বনাম তাতিহাটি এবং ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীবরদী সদর বনাম রানীশিমুল, বিকাল ২ টায় কুড়িকাহনিয়া বনাম গোশাইপুর অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ম্যাচ উক্ত মাঠে অনুষ্ঠিত হবে। লটারীর মাধ্যমে সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছে সীমান্তবর্তী সিংগাবরুণা ইউনিয়ন। পরবর্তীতে ২৮ ও ২৯ মে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।