শ্রমিক তোমার উন্নয়নের
ধারক বাহক চাবি
তাই কখনও বাদ দিও না
ওদের ন্যায্য দাবি।
ওরাই তোমার ঘর গড়ে দেয়
ব্যাংক ভরে দেয় টাকায়
ওরাই তোমার সব করে দেয়
সুখ গড়ে দেয় থাকায়।
ওদের দিকে একটু ভালো
সুখের নজর দিলে
দেখবে আরও আসবে ঘরে
সহস্র সুখ মিলে।
শ্রমিক তোমার উন্নয়নের
ধারক বাহক চাবি
তাই কখনও বাদ দিও না
ওদের ন্যায্য দাবি।
ওরাই তোমার ঘর গড়ে দেয়
ব্যাংক ভরে দেয় টাকায়
ওরাই তোমার সব করে দেয়
সুখ গড়ে দেয় থাকায়।
ওদের দিকে একটু ভালো
সুখের নজর দিলে
দেখবে আরও আসবে ঘরে
সহস্র সুখ মিলে।