স্টাফ রিপোর্টার: শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি প্রকাশ দত্তের রোগমুক্তি কামণায় শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিঁও মন্দিরে এক বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।
১৬ নভেম্বর সোমবার রাতে ওই প্রার্থণায় অংশ নেন শেরপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য- প্রকাশ দত্ত অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে অনেকটা সুস্থ অবস্থায় রয়েছেন। আগামীকাল ১৭ নভেম্বর মঙ্গলবার ছাড়পত্র নিয়ে শেরপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাসার এসে বিশ্রামে থাকবেন।