মানিক দত্তঃ ভাতৃত্বের বন্ধন ছড়িয়ে যাক সবার মাঝে। এ শ্লোগান নিয়ে পবিত্র মাহে রমজানে ভাতৃত্বের এই বন্ধনকে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেব ১০ মে সোমবার বিকেলে অসহয়ায় দরীদ্র পথচারীরদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে শেরপুর রোটারেক্ট ক্লাবের পক্ষ থেকে। কর্মসূচিটি স্পন্সর করে রোটারি ক্লাব অব শেরপুর। ইফতার বিরন কালে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা,শেরপুর রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল,সেক্রেটারি হাসানুল সিফাত,পাস্ট প্রেসিডেন্ট শুভ ঘোষ,পাস্ট প্রেসিডেন্ট রবিন সহ অনেক রোটারেক্ট বৃন্দ। ১০০জন পথচারীর মাঝে ইফতার বিতরন করা হয়।রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা জানান ১১ মে মঙ্গলবার শহীদ বুলবুল সড়কে বিকাল ৫ টায় আরো ১৫০ জন দুস্থ পথচারীর মাঝে ইফতার বিতরন করা হবে।