বুলবুল আহম্মেদ: শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস আহাম্মেদ এর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রæয়ারি সন্ধ্যায় নবীনগর রাজবল্লভপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য তিনি বলেন, পরাজয়ের ভয়ে আমাদের ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল আলম রবি তার লোকজন লেলিয়ে দিয়ে আমায় মারাক্ত ভাবে আহত করেন, আমি একজন প্রার্থী আমারো ভোট চাওয়ার অধিকার আছে। আমি তার এমন আচরণের তিব্্র নিন্দা জানাই। এ ঘটনায় শেরপুর নির্বাচন কমিশনার বরাবর একটি অভিযোগও দিয়েছেন তিনি। এ সংবাদ সম্মেলনে শেরপুরের ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।