স্টাফ রিপোর্টার:আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সমর্থন জানিয়েছেন পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে নিপুন কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী সমিতির আয়োজনে মোঃ লুৎফর রহমান নতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রলয় দাস।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দগণ।