শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে জরিমানা

শেরপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে জরিমানা

স্টাফ রিপোটার:
১৪ ফ্রেবুয়ারি অনুষ্ঠিত শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা নির্বাচনে চামচ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফ রেজাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে জরিমানা করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পৌর শহরের নবীনগর এলাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের নবীনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নির্বাচনী আচরণ বিধি ২০১৫ এর ২১ (১) ধারা লঙ্ঘনের দায়ে ৩১ (১) ধারা মোতাবেক অতিরিক্ত জনসমাগম এবং মোটর সাইকেল শোডাউন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই স্বতন্ত্র মেয়র প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করে। পরে দণ্ডিত চামচ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফ রেজা ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন।

শেরপুর পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭শ ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ৬শ ৪০ জন ও মহিলা ভোটার রয়েছেন ৩৯ হাজার ৯৮ জন। ৯টি ওয়ার্ডের ৩৫টি ভোটকেন্দ্রে ৬টি অস্থায়ীসহ প্রায় ২শটি বুথে এবার ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *