শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পূর্ণ

শেরপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পূর্ণ

বুলবুল আহম্মেদ শেরপুর॥ শেরপুর পৌরসভা নির্বাচনের মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। ২৭জানুয়ারী বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের হলরুমে উপস্থিত সকল প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেওয়া হয়। এসময় প্রার্থীদের আচরণবিধি লঙ্গন সম্পর্কে সচেতন করেন সেইসাথে সকল প্রার্থীগণ আজ থেকেই প্রচারণা শুরু করতে পারবেন বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৌকা, দলের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার জগ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা চামুচ, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ ধানের শীষ, (স্বতন্ত্র) প্রকৌশলী আতাউর রহমান নারিকেল গাছ, আনোয়ার সাদাত সুইট মোবাইল, ও আল আমিন ক্যারম বোর্ড।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা শুরু হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *