শেরপুর পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার

শেরপুর পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: শেরপুর পুলিশ লাইন্স পুকুরে মাছ অবমুক্ত করলেন জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। বৃহস্পতিবার ১০ জুন বিকেলে শেরপুর পুলিশ লাইন্সের পরিত্যক্ত পুকুর ও লেক মাছ চাষের উপযোগী করে অতঃপর মাছ অবমুক্ত করা হয়। এসময় তিনি পুলিশ লাইন্স পুকুরে সাড়ে ৭ মণ রুই, কাতল, কালবাউশ, সরপুঁটি, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া, টিআই (যানবাহন শাখা) মোঃ নাছিমুল হায়দার, আরআই (ভারপ্রাপ্ত) মোঃ দুলাল হোসেন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ ।

পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী বলেন, আমরা পরিত্যক্ত লেক খনন করছি। আর সেই লেকগুলো যেন খালি না থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতিটি পুকুর লেকে রুই, কাতল, মৃগেল, কালবাউশ, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছি । পাশাপাশি লেক এর চারপাশে ও পরিত্যক্ত জায়গায় ফলজ বৃক্ষ ও বিষমুক্ত শাক-সবজি চাষের উদ্যোগ গ্রহণ করছি । যাতে এ বিষমুক্ত শাক-সবজি পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *