স্টাফ রিপোর্টার:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ভাবনা শীর্ষক এক আলোচনা সভা ২৮ জানুয়ারী দুপুরে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় কারিগরি শিক্ষার ভবিষ্যত নিয়ে পেপার উপস্থাপন করেন পলিটেকনিক ইন্সটিটিউটের আর এস বিভাগের বিভাগীয় প্রধান পরিমল চন্দ্র দে। সভায় বিভিন্ন টেকনোলজি বিভাগের প্রধানগণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু এবং বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনাশেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।