স্টাফ রিপোর্টার :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেরপুর জেলা মহিলা শ্রমিকলীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবিহা জামান শাপলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোর্কেট সুব্রত দে কুমার ভানু, সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজীদ হাসান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, আওয়ামীলীগ নেতা জয়নুল মাহেন্দ্র জয়, কৃষকলীগ নেতা আল হেলাল, সদর উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রুমা সাহা, সাধারণ সম্পাদক নূরেজা আক্তার লুতফাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সংগঠনের জেলা শাখার সদস্য সচবি হালিমা বেগম ইতি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এর আগে শেরপুর জেলা কালেক্টরেটের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তারপর একটি শোক র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এসে শেষ হয়। মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন।