স্টাফ রিপোর্টার:আগামী ৩ বছরের জন্য শেরপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ ১২ ডিসেম্বর সকালে শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রধান কমিশনার ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্ধিতায় কার্যকরী পরিষদের কর্মকর্তারা নির্বাচিত হন। এসময় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনসহ সিনিয়র রেফারীগণ উপস্থিত ছিলেন। শেরপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের নবনির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন, যথাক্রমে সভাপতি পুলিশ সুপার, শেরপুর, সহসভাপতি মো: নাজিমুল হক নাজিম (সা: সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা), আলহাজ্ব খোরশেদ আলম (সহসভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন), মো: জিন্নত আলী, মো: রবিউল করিম মনি ও একেএম রহুল হায়দার শামীম, সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিন্টু ও গোলাম শাহরিয়ার রবিন, কোষাধ্যক্ষ মো: মেরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক রাজিব আহাম্মেদ, কার্যকরী সদস্য সৈয়দ বদরুল হায়দার রেজবী, মঞ্জুরুল আহসান, শফিউল্লাহ, মীর মোতালেব হোসেন শিপন, হারুন অর রশিদ, আরিফুর রহমান, আকতার হোসেন ইসমাইল, রকিবুল হাসান খুররম ও শেখ রাসেল।
এর আগে ১০ ডিসেম্বর শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শেরপুর জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে নির্বাচন পরিচালনা করার জন্য শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তকে প্রধান কমিশনার নির্বাচন করা হয়।