টোকিও অলিম্পিক গেইমস্ এ অংশগ্রহনের সুযোগ পাওয়ায় এবার জহির রায়হানকে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেওয়ার শুরুতে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জহির রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানানে হয়। সেইসাথে জহির রায়হানের খেলার সরঞ্জাম বাবদ নগদ অর্থ প্রধান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এসময় সংবর্ধনা দেওয়া কালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, ফুটবল কোচ সাধণ বসাকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।