স্টাফ রিপোর্টার:শেরপুরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের চক বাজার এলাকায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন আলোচনা সভা এবং বিজয় মিছিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, একই দিন বিকেলে নালিতাবাড়ী ও নকলা উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও বিজয় মিছিলের আয়োজন করে। নকলায় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। নালিতাবাড়ী আওয়ামী লীগের র্যালিতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজুলুল হক ও শ্রীবরদীর র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা।