শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কাকলি বহুমুখী সমবায় সমিতির পরিচালক লায়েছুর রহমান দারা (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১২ জুন শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ফুসফুস জনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
লায়েছুর রহমান দারা এর অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র ও কাকলি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, শহর আ.লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, কাকলি বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বলসহ রাজনৈতিক, ব্যবসায়ী, সুশীল সমাজ, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ কররেছেন। সেইসাথে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ঙ্গাপন করেছেন।
তার জানাজা নামাজ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।