শেরপুরে ৯গ্রাম হেরোইনসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার বিকেলে পৌরসভার সজবরখিলা এলাকা হতে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো -শেরপুর পৌরসভার মুন্সিবাজার মহল্লার মৃত করিম মিয়ার ছেলে চিন্হিত মাদক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৪০) ও সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইবড়ুয়া গ্রামের কালম মিয়া (৩০)।
র্যাব সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শহরের সজবরখিলা মহল্লায় অভিযান পরিচালনা করে ৯গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র্যাবের একটি অভিযানিক দল।পরে তাদের কাছে থাকা নগদ ৩শত টাকা দু’টি মোবাইল সিম ও একটি ডিসকাভার মোটরসাইকেল জব্দ করা হয়।
এব্যাপারে র্যাব -১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শিশির মাহমুদ তালুকদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের নামে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।