শেরপুর প্রতিনিধি : শেরপুরে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোতালেব এর স্মরণে ‘৭১ এ রনাঙ্গনের অগ্নিপুরুষ’ বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
৭ ডিসেম্বর সোমবার সকালে শেরপুর জেলা প্রশাসকের সাম্মেলন কক্ষে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের বড় ছেলে সাংবাদিক ও লেখক আবুল হাশিমের সম্পাদনায় প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুদ্ধকালীন সময়ের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাংবাদিক আব্দুর রহিম বাদল প্রমুখ। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকতার্সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক-কবি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।