মানিক দত্ত: ২০ জুন উদ্বোধন হতে যাচ্ছে মুজিববর্ষের উপহার ‘ক’ শ্রেণীর ঘর-এর ২য় পর্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে সরাসরি সংযুক্ত হতে যাচ্ছে ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম গুচ্ছগ্রাম।
সরকারি খাসজমিতে ৪০টি ‘ক’ শ্রেণির ঘর ইতোমধ্যে নির্মীত হয়েছে।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহগুলো আজ ১৩ জুন রবিবার পরিদর্শন করেন শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুব এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতিকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
