স্টাফ রিপোর্টার:
শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ শুরু হয়েছে। ২১ নভেম্বর ফুটবল লীগের উদ্বোধন করেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। বিশিষ্ট সমাজ সেবক ও লিটন জিগজাগ অটো ব্রিক্স এর মালিক আলাহাজ্ব মো: মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন। ধারা বিবরণীতে ছিলেন ফুটবল লীগের আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকন, শিক্ষক সাহাদৎ হোসেন ও নাজির।
উদ্বোধনী দিনে দুটি খেলার প্রথমটিতে তালুকপাড়া সাকিব ইফতেহাদ স্পোর্টিং ক্লাব চরশেরপুর তালুকদার বাড়ী ফুটবল একাদশ নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতায় থাকায় ট্রাইব্রেকারে ৩-২ গোলে চরশেরপুর তালুকদার বাড়ী ফুটবল একাদশকে পরাজিত তালুকপাড়া সাকিব ইফতেহাদ স্পোর্টিং ক্লাব শুভ সুচনা করে।
অপর খেলায় যোগিনীভাগ একতা সংঘ ১-০ গোলে দড়িপাড়া সমাজ কল্যাণ ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
খেলায় ২নং চরশেরপুর ইউনিয়নের ১৬টি দল অংশ নিয়েছে। এতে স্পন্সর হিসেবে আছে, লিটন জিগজাগ অটো ব্রীক্সের মালিক আলাহাজ্ব মো: মেজবাউল ইসলাম লিটন। তার পক্ষ থেকে অংশগ্রহণকারী দলসমুহকে একসেট করে জার্সি প্রদান করা হয়।