দিন যতই যাচ্ছে শেরপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। জুন মাসে ব্যাপক হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯টি নির্দেশনা অর্থাৎ আংশিক লকডাউন চলমান রেখেছে শেরপুরে। সিভিল সার্জন বলছেন জেলা হাসপাতালে যেভাবে করোনা ভর্তী রোগী বাড়ছে তাতে খুব শ্রীঘ্রই নতুন ভবনের পুরোটাই কোভিট রোগীদের জন্য ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান সংকুচিত হয়ে পড়বে। কাজেই সময় থাকতে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় স্ব- উদ্যোগে করোনা প্রতিরোধ কমিটি গঠন করার জন্য জোড়ালো আহ্বান করা হয়।
এদিকে সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ পর্যন্ত শেরপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩ জন। সুস্থ্য হয়েছেন ৭শত ৫৭ জন। বর্তমান করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ২শত ২৮ জন। হাসপাতালে ভর্তী রয়েছে ২২ জন। ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৯ জন।