বুলবুল আহমেদ ঃশেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ০৩ (তিন) গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৩০ এপ্রিল শুক্রবার রাত ৯টায় শহরের উপকন্ঠ
গৌরিপুর মহল্লা থেকে ৩গ্রাম হেরোইনসহ রাকিবুল হাসান রাজু (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে।
ধৃত রাজু গৌরিপুর মহল্লার মোঃ ইস্রাফিলের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি মোঃ মনসুর আহাম্মদ এর নেতৃত্বে উপ-পরিদর্শক এসআই এসআই আজিজুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ ওই মহল্লায় অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে ৩গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মনসুর আহমদ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত রাজুর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মাদক ব্যবসায়ী রাজুকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।