শেরপুর সদর উপজেলার হতদরিদ্র নারী পুরুষদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে নগদ অর্থ বিতরন করা হয়েছে। ১২ মে বুধবার দুপুরে শেরপুর জেলা আ.লীগের অফিস সম্মুখে উপস্থিত শত শত নারী পুরুষদের মাঝে এ অর্থ বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় শেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আ.লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি উপস্থিত ছিলেন।
অর্থ বিতরনকালে হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি উপস্থিত সকলের মাঝে মাস্ক বিতরন করেন। সেইসাথে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করার আহ্বার জানান।