স্টাফ রিপোর্টার ঃশেরপুরের শ্রীবরর্দী উপজেলার কেকেরচর ইউনিয়নের উত্তর খরিয়া এলাকার মাফিজ (৪) নামে এক শিশু মোটরসাইকেল চাপায় আহত হওয়ার পর গতকাল রবিবার হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মাফিজ ওই এলাকার জনৈক আয়জলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যার আগে মাফিজ রাস্তার পাশে খেলছিল। এ সময় হঠাৎ একটি মােটরসাইকেল মাফিজের উপর উঠিয়ে দেয়।
শিশু মাফিজ গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপতালে পরে শেরপুর সদর হাসপতালে আনা হয়। অবস্থা গুরুতর হলে ময়মনসিংহ হাসপাতলে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মাফিজ মারা যায়। এই ঘটনায় মাফিজের বাবা আয়নল হক বাদী হয়ে মোটরসাইকেল চালক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে। অভিযুক্ত ছানোয়ার শেরপুর পৌরসভার কাউন্সিলর ইদ্রিস আলীর (কেন্দাকুল) ছেলে।