বুলবুল আহম্মেদ শেরপুর
করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
০৬ ডিসেম্বর রবিবার সকালে শেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আই,ই,এম ইউনিট এর বাস্তবায়নে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন, শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমির সভাপতিত্বে উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমানসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।