শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বিদায়

শেরপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বিদায়

স্টাফ রিপোর্টার॥ শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি মিলনায়তনে আয়োজিত ওই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও দায়রা আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল।
জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ্ব এমকে মুরাদুজ্জামান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। এর আগে বিদায়ী অতিথিকে সমিতির তরফ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, বিদায়ী বিচারক নাহিদ সুলতানা শেরপুরে প্রায় ৪ বছর কর্মকালীন সময়ে একজন সৎ, সাহসী ও বিচক্ষণ বিচারক হিসেবে আইনজীবীসহ বিচারপ্রার্থী মানুষের কাছে খুবই প্রশংসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *