স্টাফ রিপোর্টার:নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল প্রশাসনিক কর্মকান্ড পরিচালনাসহ ৫ দফা দাবিতে শেরপুরে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
মতবিনিময় সভায় সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এবং পাঁচ উপজেলার পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যানগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।