বুলবুল আহম্মেদ:শেরপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে ৩ দিনব্যাপি সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ তুলশীমালায় আয়োজিত প্রশিক্ষণ শেষে কর্মরত ৩৫ জন সাংবাদিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরন কালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পিআইবিথর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত ও জিয়াউর রহমানসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
২য় পর্যায়ে এ প্রশিক্ষণ কোর্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন।