শেরপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মনসুর আহাম্মদ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার সকালে শেরপুর সদর থানায় ওসি মনসুর আহাম্মদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভার শুরুতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে এক পরিচিতি পর্বে সাংবাদিকগণ কর্মরত মিডিয়ার নাম ও সাংবাদিক সংগঠনের পদবী উপস্থাপন করেন।
মতবিনিময় অনুষ্ঠানে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
এসময় প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আধার, সাবিহা জামান শাপলা, দেবাশীষ সাহা রায়, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি এইচ হান্নান, সিনিয়র সাংবাদিক সন্জিব চন্দ বিল্টু, হাকিম বাবুল, রফিক মজিদ বক্তব্য রাখেন।
মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বক্তব্যে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতাল, সাব-রেজিস্টার অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ছিনতাই কারীদের বড় একটি সিন্ডিকেট কাজ করছেন যা ইতিমধ্যে অনেকে অবগত রয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ গৌরিপুর, খরমপুর, চাপাতলী, নয়আনী বাজার, নবীনগর, চকপাঠকসহ বেশ কয়েকটি এলাকা মাদকাসক্ত বেড়ে যাওয়ায় অনেক সময় চুরি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পৌরসভাধীন গত ৬মাসে অঙ্গানপার্টি দের কবলে পড়তে হয়েছে অনেক হতদরিদ্র অটোরিকশা চালকদের। ছিনিয়ে নেওয়া হয়েছে অনেক অটোরিক্সা। এর পাশাপাশি শহর ও উপজেলাজুড়ে চরম আকারে বৃদ্ধি পেয়েছে জুয়ার আসর। এসবের দিকে জোড়ালো ভূমিকা রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেছেন বক্তারা।