স্টাফ রিপোর্টারঃ শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন। ১০ জুন বৃহস্পতিবার দৃপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেরপুরে আড়াই বছর দায়িত্ব পালনকালে সবক্ষেত্রেই সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। ওইসময় তারা জেলা প্রশাসকের পরবর্তী কর্মজীবনের সফলতা কামনা করেন।
পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, আবুল হাশিম, প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।