স্টাফ রিপোর্টার:শেরপুরে মহন বিজয় দিবস উপলক্ষে জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩০ ডিসেম্বর বুধবার সকালে জেলা সরকারী গণগ্রন্থাগারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিম।
এসময় অন্যান্য অতিথি ছিলেন শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. সবুজ মিয়া এবং কবি ও সাংবাদিক রফিক মজিদ।
সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রচনায় পৃথক ৪টি গ্রুপে এবং চিত্রাংকনে ২ টি গ্রুপের মোট ১২ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করোনা সংকটের কারণে সামজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঘরোয়া ভাবে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।