স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগ শেরপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও মানবিক বাংলাদেশ সোসাইটির জেলা কমিটির সভাপতি প্রকাশ দত্ত হঠাৎ জ্বর ,ঠান্ডা থেকে পেসার কমে যাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেরপুর সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। প্রকাশ দত্ত শেরপুর সহ দেশবাসী সকলের কাছে তার সুস্থতা কামনায় দোয়া ও আশির্বাদ চেয়েছেন।