বুলবুল আহম্মেদ শেরপুর :শেরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কেক কাটা কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
৪ জানুয়ারী সোমবার সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পালকে সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
এসময় হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।