নাজমুল হোসাইন,শেরপুর সংবাদদাতাঃ শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়ায় মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে টি-টেন নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ৮ দিন ব্যাপী খেলার উদ্বোধন করা হয়ছে। পাকুড়িয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী ১৫ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় এই উদ্বোধন করেন এসময় মাওলানা আলতাফ হোসেন স্মৃতি ক্রিকেট একাদশ বনাম খামারপাড়া ক্রিকেট টুর্নামেন্ট একাদশের খেলার সূচনা হয়।
অনুষ্ঠান পরিচালনা করার আগে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু রায়হান সিদ্দিকী
এসময় বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী। বক্তব্যে তিনি বলেন
মুজিব শত বর্ষ উদযাপন উপলক্ষে আজ নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানায় এবং পাকুড়িয়া ইউনিয়নকে জুয়া,মদ,গাঁজা নেশা মুক্ত করার ঘোষণা দেয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কফিল উদ্দিন, শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক মনিরুদ্দিন আহমেদ,আইইডি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,তারিক হোসেন মিঠুন,জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, আইইডি’র প্রোগ্রাম অফিসার ইমতিয়াজ চৌধুরী শৈবাল, জাকের পার্টি শেরপুর জেলার সভাপতি শ্যামল খাজা,সহ-সভাপতি জাকেরপার্টির হাফিজুর রহমান রিংকু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী, ইউনিয়ন যুবলীগ কর্মী আলম মীর,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফ আহম্মেদ শুভ, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হোসাইন, আইইডি’র ইউনিয়ন কো-অর্ডিনেটর সোলায়মান আহম্মেদ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় খায়রুল ইসলাম নাহিদ ও মাহবুব আলম।
৮ দিন ব্যাপী এই খেলার অনুষ্ঠানের শেষ দিন ২২ জানুয়ারি ফাইনাল খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় হুইপ শেরপুর-১আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম.পি, উপজেলার পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।