বুলবুল আহাম্মেদ:জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে নবারুন পাবলিক স্কুলে আলোচনা সাংস্কৃতিক চিত্রাংঙ্গন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক।
জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট সুভ্রত দে ভানু, নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মানিক দত্ত হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।
আজ ১৭ই মার্চ দুপুরে বিজয়ী ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান অাতিক এমপি।
পরে উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কেক কাটা হয়।