স্টাফ রিপোর্টার:মুজিব বর্ষ উপলক্ষে শেরপুরের কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া বানিয়াপাড়া ক্রীড়া সংঘের আয়োজনে শেখ রাসেল ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর রাতে বানিয়াপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই ফাইনাল খেলার উদ্বোধন করেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মেডিকেল অফিসার ডাঃ শারমিন রহমান অমি, কামারিয়া ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান হাসমত আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন মিয়া
কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান,বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সদস্য এম,এ,হাশেম, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগের অন্যান্য নেতৃত্ব। তারাকান্দি বাজার মুসফিক হার্ডওয়ার বনাম কানাশাখলা দ্যা ইয়াং স্টার একতা ক্লাবের এই ব্যাডমিন্টন ফাইনাল খেলায় তারাকান্দি মুসফিস হার্ডওয়ার জয়ী হয়।