বুলবুল আহম্মেদ,শেরপুর: শেরপুরে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. শারমিন রহমান অমি’র সন্চালনায় মুক্তিযোদ্ধা দিবস ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ নুরুল ইসলাম হিরু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারন সম্পাদক প্রকাশ দত্ত।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মডেল গাল্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মানিক দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা শেষে উপস্থিত সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে শতাধিক কম্বল বিতরন করেন। পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে হুইপ আতিউর রহমান আতিক এমপির ৬৩তম জন্মদিনের কেক কাটেন।