শেরপুরে মিমোজা স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করলেন মানিক দত্ত 

শেরপুরে মিমোজা স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন করলেন মানিক দত্ত 

স্টাফ রিপোর্টার: শেরপুরে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। মিমোজা স্পোর্টিং ক্লাব বনাম ক্রিকেট ক্লাবের মধ্যকার উদ্বোধনী খেলা দিয়ে পর্দা ওঠবে প্রথম বিভাগ ক্রিকেট লীগের। এ উপলক্ষে ১৩ মে শনিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে মিমোজা স্পোর্টিং ক্লাব। এদিন আনুষ্ঠানিকভাবে ক্লাবের খেলোয়াড় ও কোচের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়।

মিমোজা স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান ও মিমোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।

ওইসময় তিনি বলেন, সারা বছর আমরা মাঠে খেলা রাখতে চাই। ইতোমধ্যে ১৫টি দল নিয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলা শেষ হয়েছে। এ মাসের মাঝামাঝি ৮টি দল নিয়ে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। প্রথম বিভাগের খেলা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লীগ ক্রিকেট। জাকির হোসেন বাচ্চু নিজেও একজন খেলোয়াড় ছিলেন, এখনও খেলেন। তার মতো আরও ক্রীড়াপ্রেমী মানুষ এগিয়ে এলে শেরপুরের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে ও সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, আগে অভিযোগ ছিল, শুধুমাত্র ক্রীড়া সংস্থার ভোটার টিকিয়ে রাখার জন্য অনেকে খেলায় অংশ নিতেন। আমরা ওই গন্ডি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই এসব খেলার মাধ্যমে মানসম্মত খেলোয়াড় বেরিয়ে আসুক, তারা জাতীয় পর্যায়ে সুযোগ পাক।
মিমোজা স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু বলেন, শেরপুরের মানুষকে আধুনিক কেনাকাটার ছোঁয়া দিতেই মিমোজা এন্টারপ্রাইজ চালু করেছিলাম। আস্তে আস্তে আমার ব্যবসার পরিধি বেড়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই মিমোজা স্পোর্টিং ক্লাবকেও একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, মিমোজা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহানা পারভীন সুরভী, কোচ মিজানুর রহমান মিজু, টিম ম্যানেজার আজিজুল ইসলাম বাদলসহ ক্লাবের খেলোয়াড়-কোচ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘ ৬ বছর পর ১৪ মে রবিবার শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ৮টি ক্লাব এবারের প্রথম বিভাগ লীগে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হচ্ছে ‘ক’ গ্রুপে মিমোজা ক্লাব, ক্রিকেট ক্লাব, কাকলি স্পোর্টিং ক্লাব ও উত্তরা স্পোর্টিং ক্লাব। ‘খ’-গ্রুপে রয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি, মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, চকপাঠক ক্রীড়াচক্র ও সোনালী ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *