স্টাফ রিপোর্টারঃ শেরপুর পৌরসভার উত্তর গৌরীপুরে মরহুম মানিক মিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সোমবার বিকেল ৪টায় পৌরসভার উত্তর গৌরীপুর মহল্লায় উত্তর গৌরীপুর মডেল স্কুল সংলগ্ন খোয়ারপাড় জামে মসজিদ মিনিগ্রাউন্ড মাঠে এ মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাব বনাম একতা কল্যাণ সংঘ নওহাটা এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে। খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাব খেলায় ৪-০ গোলে একতা কল্যাণ সংঘ নওহাটাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । আনন্দ উৎসব মুখর পরিবেশে ম্যাচটি শেষ হয়। দলের পক্ষে দুটি গোল ও একটি এসিস্ট করায় খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের স্টাইকার ফোরদৌস হাসান ম্যান অব দ্যা ম্যাচ হয়।
খেলায় আলহাজ্ব এমদাদুল হক মাস্টারের সভাপতিত্বে সভায় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উত্তর গৌরীপুর মডেল স্কুলের চেয়ারম্যান মোঃ মেরাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আক্রামুজ্জামান, মোঃ জামিল সরকার।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফরহাদ মিয়া, মোঃ হোসেন আলী, মোঃ হিরা মিয়া, নাজিদুল ইসলাম রোমান প্রমুখ।
সবশেষে বিজয়ী দল ও বিজীতাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এই টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে ছিলেন, সোহানুর রহমান সোহাগ।
টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন, হৃদয় জাহান জিয়া, সোহেল মিয়া, শাহরিয়ার শাকির, শাহাদাৎ হোসেন, রাকিবুল ইসলাম, সাঈদ আহম্মেদ সাবাব, রাকিবুল ইসলাম পাপুল, হান্নান মিয়া।